আলফাডাঙ্গায় বীমা প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণে উৎসবমুখর পরিবেশ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
May 22, 2025 - 18:41
 0  33
আলফাডাঙ্গায় বীমা প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণে উৎসবমুখর পরিবেশ

আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আলফাডাঙ্গা হাসপাতাল রোডে অবস্থিত ফুড ফ্যাক্টরি রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আলফাডাঙ্গা জোনাল অফিস।

প্রশিক্ষণ কর্মশালায় প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে বীমা খাতে কাজের দক্ষতা বৃদ্ধির ওপর নানা পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালা শেষে সাংগঠনিক কর্মকাণ্ডে দক্ষতা বিবেচনায় ২৫ জন প্রতিনিধিকে সম্মাননা, সেলিব্রেশন ও পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেনিং মো. জামিল উদ্দিন মিন্টু।

বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলার এজেন্সি ডিরেক্টর সাজেদ মাতুব্বর এবং সহকারী এজেন্সি ডিরেক্টর মিসেস কামরুন্নাহার জুথি প্রমুখ।

সবশেষে আমন্ত্রিত অতিথি ও পুরস্কারপ্রাপ্ত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow