সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Oct 13, 2025 - 15:09
 0  6
সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফরিদপুরের সদরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, দমকল বাহিনীর সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলমাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি গ্রহণই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় দুর্যোগ প্রশমন বিষয়ক মহড়া। সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (চলতি দায়িত্ব) রনেন্দ্র নাথ চৌধুরীর তত্ত্বাবধানে দমকল বাহিনীর সদস্যরা মহড়ায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দ।

দিনব্যাপী এসব আয়োজনের মাধ্যমে দুর্যোগ সচেতনতা ও প্রশমন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow