সালথায় আ.লীগ নেতার ইন্ধনে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ফরিদপুরের সালথা উপজেলায় আকিকার মাংস ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ নেতার ইন্ধনে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার (১১ মে) সকাল ১১টায় সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাদশা মোল্যা, ওবায়দুর খা, সুমন সরদার, নাছিমা বেগমসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, প্রফেসর সাখাওয়াত হোসেন জয়নাল, যুবলীগ নেতা ফরহাদ মোল্যা ও আওয়ামী লীগ নেতা নান্নু মেম্বারের নেতৃত্বে বহিরাগতদের এনে রাঙ্গারদিয়া গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ও শনিবার সকালে দফায় দফায় এ সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
What's Your Reaction?






