আত্রাইয়ের পতিসরে কবিগুরুর কাচারী বাড়িতে শেষ হলো তিনদিনব্যাপী জাতীয় রবীন্দ্র উৎসব

নাচ, গান, আবৃত্তি আর আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় রবীন্দ্র উৎসব। নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবিগুরুর কাচারী বাড়িতে ২৫ বৈশাখে তাঁর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে জেলা প্রশাসন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়।
গত শনিবার সন্ধ্যায় পতিসরের দেবেন্দ্র মঞ্চে আয়োজিত সমাপনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি, আত্রাই ও রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন।
আত্রাই উপজেলার নাগর নদীর তীরে অবস্থিত পতিসর কাচারী বাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবনের এক উজ্জ্বল অধ্যায়। ১৮৯১ সালের ১৫ জানুয়ারি তিনি প্রথমবার এখানে আসেন এবং ১৯৩৭ সালের ২৭ জুলাই তাঁর শেষ আগমন ঘটে। এখানেই রচিত হয়েছে "আমাদের ছোট নদী", "তালগাছ", "দুই বিঘা জমি", উপন্যাস "গোরা"সহ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম।
জেলা প্রশাসক সমাপনী বক্তব্যে বলেন, “এই উৎসব সফলভাবে আয়োজন করতে যারা অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন, তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
What's Your Reaction?






