সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রকম্পিত নগরকান্দার রাজপথ

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ
Aug 13, 2025 - 16:09
 0  3
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রকম্পিত নগরকান্দার রাজপথ

গাজীপুরে নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রক্তের দাগ শুকানোর আগেই তার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমে এলেন ফরিদপুরের নগরকান্দার সাংবাদিকরা। "আর কোনো সাংবাদিকের রক্ত ঝরতে দেব না"—এই স্লোগানে বুধবার (১৩ আগস্ট) সকালে নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনের সড়ক মানববন্ধন ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। সদস্য সচিব শফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় মানববন্ধনে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং বিচার দাবি করে বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক নেতারা।

বক্তব্যের টেবিলে ক্ষোভ প্রকাশ করে নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহ্বায়ক আবু নাছির, শাহাজালাল, সদস্য বোরহান আনিচ, শফিকুল খান জনি, মিজান বাবু, গোলাম মোস্তফাসহ অন্যরা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতিই সন্ত্রাসীদের বেপরোয়া করে তুলেছে।

সংহতি প্রকাশ করে নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন বলেন, "তুহিন হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মুক্ত সাংবাদিকতার ওপর একটি পরিকল্পিত আক্রমণ।"

মানববন্ধন থেকে বক্তারা এক সুরে সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বিচার নিশ্চিত করা না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow