আশুলিয়ায় মধ্যরাতে ডিবির হানা, ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 13, 2025 - 14:21
 0  2
আশুলিয়ায় মধ্যরাতে ডিবির হানা, ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

শিল্পাঞ্চল আশুলিয়ায় যখন রাতের আঁধার নামে, তখন সক্রিয় হয়ে ওঠে অপরাধী চক্র। তবে তাদের দমনে নির্ঘুম রাত কাটায় আইনশৃঙ্খলা বাহিনীও। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে এক বিশেষ অভিযানে নেমে সাফল্য পেয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে তারা।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের (পিপিএম) সার্বিক নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। তার নেতৃত্বে এসআই কাজী কামাল মিয়ার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রাব্বি হোসেন (২৪)। তিনি কাইচাবাড়ি কালারটেক এলাকার সাহাদত আলী পাটুয়ারীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাব্বি দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow