বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে গণজমায়েত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ

জোবায়ের সাকিব, জেলা প্রতিনিধি, ঢাকা
May 13, 2025 - 13:01
 0  5
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে গণজমায়েত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, আগারগাঁও কার্যালয়ের সামনে কমিশনের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এক গণজমায়েত কর্মসূচি পালন করেন।

১১ দফা দাবিতে তারা ২২ এপ্রিল ২০২৫ থেকে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম চালাচ্ছেন, আমরাও আশা করছি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে।

এ সময় বক্তারা সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনেরও প্রতিবাদ জানান। তারা উল্লেখ করেন, ৮ মে ২০২৫ তারিখে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় "Why atomic energy commission resists joining govt's digital payment system" শিরোনামে প্রকাশিত সংবাদটি কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

তাদের দাবি, উক্ত প্রতিবেদনে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা কমিশনের সম্মান ও কর্মীদের মর্যাদার পরিপন্থী। তারা এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকার দৃষ্টি আকর্ষণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow