সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে সাভারে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি (উত্তর) পুলিশ।
শনিবার (১০ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া এলাকা থেকে মোঃ রেজাউল ইসলাম (২৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা জেলার সাহঘাটা থানার সোনাতলা উল্লা আলতু মিয়ার বাড়ির মৃত নাসির উদ্দিনের ছেলে এবং বর্তমানে সাভারের ঋষিপাড়া মুসলিম পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, অভিযানের সময় রেজাউলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?






