আশুলিয়ায় কুখ্যাত চাঁদাবাজ ‘হাত কাটা টিপু’সহ তিনজন গ্রেফতার

ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় কুখ্যাত চাঁদাবাজ ‘হাত কাটা টিপু’কে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল। রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে তাকে এবং তার সহযোগীদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল প্রথমে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাত কাটা টিপুকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার বাইপাইল-ডেন্ডাবর এলাকায় চাঁদাবাজির মাধ্যমে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল টিপু ও তার বাহিনী। দোকানপাট, বাস ও অন্যান্য যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করত তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে মারধর করত। অতিষ্ঠ হয়ে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করলেও তাকে থামানো যায়নি।
গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার মাধপুর গ্রামের মো. তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন। এছাড়া সিঙ্গাইর উপজেলার নিহালপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. নূর মোহাম্মদকেও আটক করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদা গ্রামের জামিল আহম্মেদের ছেলে মো. রহমতুল্লাহ শেখকেও গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পরে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে, কুখ্যাত এই চাঁদাবাজ গ্রেফতারের খবরে বাইপাইল বাসস্ট্যান্ড ও আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
What's Your Reaction?






