সালথার বোয়ালিয়ায় জামায়াতের উদ্যোগে সেতু সংযোগ সড়ক সংস্কার

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Sep 1, 2025 - 01:34
 0  3
সালথার বোয়ালিয়ায় জামায়াতের উদ্যোগে সেতু সংযোগ সড়ক সংস্কার

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের উদ্যোগে সেতুর সংযোগ সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এ কাজের উদ্বোধন হয়।

বোয়ালিয়া গ্রামের একমাত্র ইটের সড়কের সেতুর সংযোগ অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলে মারাত্মক দুর্ভোগ তৈরি হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও অসুস্থ রোগী পরিবহনে চরম সমস্যা দেখা দেয়। অবশেষে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে উদ্যোগ নিয়ে সংস্কার কাজ শুরু করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মো. তরিকুল ইসলাম, আটঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য প্রার্থী মো. জাকির মাতুব্বর, ইউনিয়ন জামায়াতের সাহিত্য সম্পাদক সবুজ মোল্যা, শ্রমিক কল্যাণ ফেডারেশন আটঘর ইউনিয়ন সভাপতি মোজাম সরদার, সেক্রেটারি ইমরান খানসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, বহুদিন ধরে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। জামায়াত নেতাদের এই উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে। তাদের ভাষ্য, “জনগণের কল্যাণে তারা কাজ করছে, এজন্য আমরা কৃতজ্ঞ।”

জামায়াত নেতৃবৃন্দ বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তাদের অঙ্গীকার। এলাকার সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে ভবিষ্যতেও তারা সবসময় মানুষের পাশে থাকবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow