সাভারে ডিবি পুলিশের জালে মাদক ব্যবসায়ী

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 24, 2025 - 15:46
 0  3
সাভারে ডিবি পুলিশের জালে মাদক ব্যবসায়ী

ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৪০০ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভার মডেল থানাধীন পানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপিএম) এর নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) কাজী কামাল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পানপাড়া এলাকায় অভিযান চালান। এসময় মো. বাবু (৩৩) নামের এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৩,৪০০ টাকা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাবু শাহ আলী থানার মিরপুর উত্তর বিসিল এলাকার মৃত ইসহাকের ছেলে। তিনি বর্তমানে সাভারের পানপাড়া এলাকায় পারভেজের বাড়িতে ভাড়া থাকতেন।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপিএম) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow