খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে পৌর টাউন হল মিলনায়তনে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জামায়াতের জেলা আমীর সৈয়দ মো. আব্দুল মোমেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি দেলোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন।
পরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
মেলায় ২৬টি স্টলে শতাধিক প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি চারা প্রদর্শিত হচ্ছে। দুলর্ভ ও বিলুপ্তপ্রায় প্রজাতি ছাড়াও পাহাড়ি অঞ্চলে রোপণযোগ্য ও চাহিদাসম্পন্ন গাছের চারা রয়েছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
অনুষ্ঠান শেষে খাগড়াছড়ি বন বিভাগের পক্ষ থেকে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
What's Your Reaction?






