"বিচারহীনতার কারণেই ঝরছে রক্ত": সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল খোকসা

"আর কত রক্ত ঝরলে থামবে হত্যার রাজনীতি?"— এই প্রশ্ন বুকে নিয়ে গাজীপুরে সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছেন কুষ্টিয়ার খোকসার সাংবাদিকেরা। সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় খোকসা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে নিজেদের সম্মিলিত ক্ষোভ উগরে দেন।
খোকসার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদী কর্মসূচিতে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা করা দেশের পুরো সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ বার্তা। এই ঘটনা প্রমাণ করে দেশে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই।
সমকালের প্রতিনিধি মুন্সি লিটন তাঁর বক্তব্যে বলেন, "সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতে সাংবাদিকদের ওপর হওয়া কোনো হামলা বা হত্যার সুষ্ঠু বিচার হয়নি। এই বিচারহীনতার কারণেই অপরাধীরা আজ এতটা বেপরোয়া হয়ে উঠেছে। আমরা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা দেশের সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।"
মানববন্ধনে বক্তারা আরও বলেন, তুহিনের হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গণমাধ্যমের কণ্ঠরোধ করার এক পরিকল্পিত চেষ্টার অংশ। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই।
মানববন্ধনে আরও উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন সাঈদুল ইসলাম প্রবীন, সাজ্জাদ আহমেদ আজমল, হুমায়ূন কবির, রঞ্জন ভৌমিক, হাফিজুল ইসলাম বকুল, সাবুব আলম চঞ্চল, মোমিন হোসেন ডালিম, মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন রানা, মোমিন ইসলাম, আফজাল হোসেন, নাজিমুদ্দিন, সবুজ আলী, শামিম হোসেন, মনোজিত মন্ডল, নুরুল হোসেন, আমির হামজা, আমিরুল হোসেন, আকরাম হোসেন ও রাজ্জাক হোসেনসহ খোকসায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
What's Your Reaction?






