নওগাঁয় বর্গা চাষীদের উপর দুর্বৃত্তদের হামলা, আটক - ২

নওগাঁর পোরশা উপজেলায় বর্গা চাষীদের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলেন—ইসলামপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৫) এবং বাঁশবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাকিব (২৭)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও পোরশার ইসি নং ১৩৩১ ওয়াক্ফ এস্টেটের সুহাতী মৌজার ৪৫ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেন ১৩ জন বর্গা চাষী। ধান পেকে যাওয়ায় তারা জমিতে ধান কাটা শুরু করেন।
গত শুক্রবার বিকেলে ধান কাটার সময় হঠাৎ ১৫-২০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বর্গা চাষীদের উপর হামলা চালায়। এতে পাঁচজন বর্গাচাষী আহত হন। গুরুতর আহতদের মধ্যে রাসেল নামের একজনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য পাঠানো হয়।
হামলার খবর পেয়ে স্থানীয় জনতা ছুটে এসে দুর্বৃত্তদের ধাওয়া দিলে অধিকাংশ পালিয়ে গেলেও দু’জনকে আটক করে পোরশা থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক বলেন, “ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লী নজরুল ইসলাম শাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
What's Your Reaction?






