নিখোঁজের দুই দিন পর অফিসে মিলল পল্লী বিদ্যুৎ ঠিকাদারের রক্তাক্ত মরদেহ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Aug 10, 2025 - 08:26
 0  0
নিখোঁজের দুই দিন পর অফিসে মিলল পল্লী বিদ্যুৎ ঠিকাদারের রক্তাক্ত মরদেহ

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের দুই দিন পর নিজের অফিস থেকে আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক পল্লী বিদ্যুৎ ঠিকাদারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রহীম ভান্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের এমদাদ আলী মহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে রহীম ভান্ডারী নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে তার অফিসের পাশের এক দোকানদার ভেতর থেকে ভারী কিছু পড়ার শব্দ পান। পরে স্যাটার খুলে গলায় গামছা পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, পিবিআই ও র‌্যাব। পরে সিআইডির একটি দলও সেখানে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow