নাসিরনগরে বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্পত্তি দখলের জন্য বৃদ্ধ পিতা ধনু মিয়া (৭৮) কে কুপিয়ে জখম করার ঘটনায় ছেলে মাসুক মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১১ আগস্ট) রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত ২৬ জুলাই দুপুরে নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা গ্রামে সম্পত্তির বিরোধের জেরে ধনু মিয়ার হাত ও পায়ের রগ কেটে দিয়ে হাত-পা ভেঙে ফেলার অভিযোগ ওঠে ছেলে মাসুক মিয়ার বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ট্রমা হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
আহত ধনু মিয়া অভিযোগ করে জানান, তার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে, দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে বাড়ি লিখে দেওয়া হয়েছে। তিনি ছোট স্ত্রীর সঙ্গে থাকতেন। ঘটনার দিন প্রথম পক্ষের ছেলে মাসুকসহ কয়েকজন মিলে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মূলত আরও জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোর কারণেই এ হামলা হয়।
র্যাব-৯ সিলেট অফিসের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধনু মিয়াকে মারধরের ঘটনায় ৩০ জুলাই নাসিরনগর থানায় মামলা হলে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত সোয়া ৭টার দিকে বিশেষ অভিযানে মাসুক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
What's Your Reaction?






