সন্ত্রাসী-চাঁদাবাজ নয়, দলে ভালো মানুষ চায় বিএনপি

তৃণমূলকে নতুন করে ঢেলে সাজানো এবং দলে পরিচ্ছন্ন ভাবমূর্তির সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে দিলদার হোসেন বলেন, "বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি হচ্ছে মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।" তিনি দেশব্যাপী এক কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যের কথা জানিয়ে এই অভিযানকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে কঠোর নির্দেশনার কথা তুলে ধরেন। তারা বলেন, "সমাজে যারা ভালো মানুষ, সচেতন, যাদের কোনো কলঙ্ক নেই এবং যারা মব কালচার, চাঁদাবাজি, সন্ত্রাসী বা দখলবাজির সঙ্গে জড়িত নয়, তাদেরকেই দলে স্বাগত জানানো হবে।" কৃষক, মজুর, চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের সকল স্তরের ইতিবাচক ভাবমূর্তির মানুষদের সদস্য করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষে ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. একরাম হোসেন মেম্বারের সদস্যপদ নবায়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
What's Your Reaction?






