চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নতুন ভর্তিকৃত নার্সদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন ডিপ্লোমা নার্সদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে হাসপাতাল ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। তিনি বলেন, "বিশ্বজুড়ে নার্সিং একটি মহৎ পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তোমরা যারা নার্সিং পেশাকে ভালোবেসে এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছ, মনে রেখো, সেবাই পরম ধর্ম। তাই নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার মানসিকতা নিয়েই এগিয়ে যেতে হবে।"
নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন মই বম এর সভাপতিত্বে ও নার্সিং টিউটর মৌ ডেলার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা. বিলিয়ম এ সাংমা, সিনিয়র মেডিকেল অফিসার ডা. শৈল চাক, সিনিয়র স্টাফ নার্স সোভা মধু এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
অনুষ্ঠানের শুরুতে ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন মই বম নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
What's Your Reaction?






