মানারাত ইউনিভার্সিটির নতুন ভিসি হলেন প্রফেসর ডঃ আব্দুর রব

দীর্ঘদিনের বিতর্ক ও অস্থিরতার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ উপাচার্য পেল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আব্দুর রবকে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন। এই নিয়োগকে বিশ্ববিদ্যালয়টির মূল আদর্শ ও ধারায় ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রপতির স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ চূড়ান্ত করা হয়। অধ্যাপক ড. আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের একজন স্বনামধন্য সাবেক অধ্যাপক এবং এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ আবদুল হান্নানের মৃত্যুর পর একটি বিতর্কিত প্রক্রিয়ায় ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়। তৎকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাতের তত্ত্বাবধানে গঠিত সেই বোর্ড নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সবুর খানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিস্থিতিতে পরিবর্তন আসে। পূর্বের বোর্ড ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয়টির মূল ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয় এবং অধ্যাপক ড. আব্দুর রবকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ তাঁকে পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি বিশেষ আদর্শের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। সেই আদর্শকে ধারণ করেই এই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।"
What's Your Reaction?






