নওগাঁর রাণীনগরে কিশোরীকে হত্যার চেষ্টা

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Jul 31, 2025 - 20:25
 0  41
নওগাঁর রাণীনগরে কিশোরীকে হত্যার চেষ্টা

দীর্ঘদিন ধরে উত্যক্ত করার প্রতিবাদ করায় নওগাঁর রাণীনগরে এক কিশোরীকে (১৫) ধান কাটার কাস্তে দিয়ে গলা কেটে হত্যার এক নারকীয় চেষ্টা চালিয়েছে এক বখাটে যুবক। তবে কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং ঘাতক যুবক সুলতান সরদারকে (৩০) হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে। আহত কিশোরীকে গুরুতর অবস্থায় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত কিশোরীর বাবা জানান, আটক সুলতান দীর্ঘদিন ধরেই তাঁর মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত। এ নিয়ে তাকে বেশ কয়েকবার নিষেধ করা হলেও সে শোনেনি। বুধবার বিকেলে তাঁর মেয়ে ছাগলের জন্য ঘাস কাটতে গ্রামের গোসাইপুকুর পাড়ে গেলে বখাটে সুলতান সেখানে গিয়ে তার পথরোধ করে। এক পর্যায়ে সে তার হাতে থাকা ধান কাটার কাস্তে দিয়ে মেয়ের গলা কেটে হত্যার চেষ্টা করে। এসময় তাঁর মেয়ে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে গলার একাধিক স্থানের পাশাপাশি হাতের চারটি আঙুলও গুরুতরভাবে কেটে যায়।

মেয়ের আর্তনাদ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং পালানোর সময় সুলতানকে ধরে ফেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, এটি একটি অত্যন্ত নৃশংস ঘটনা। স্থানীয়রা যুবকটিকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় সুলতানকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow