ইসলামী আন্দোলনের সাথে সংলাপে বাংলাদেশ সংস্কার পার্টি

দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ ও রাষ্ট্র পরিচালনায় মৌলিক সংস্কারের লক্ষ্যে এক টেবিলে বসল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ সংস্কার পার্টি। বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় দুই দলের নেতারা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিকাশ এবং নির্বাচন ও বিচার ব্যবস্থার মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর स्वाधीनতা ও স্বনির্ভরতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বিশেষ করে, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন ব্যবস্থা এবং অন্যান্য সংস্কারমূলক কর্মসূচিতে একসঙ্গে কাজ করার বিষয়ে দুই দলই একমত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। অন্যদিকে, বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষে নেতৃত্ব দেন দলটির নির্বাহী সভাপতি মেজর (অব.) আমীন আহমেদ আফসারী।
সভায় জাতীয় সংস্কার জোটের মুখ্য সমন্বয়ক প্রফেসর এ আর খান, বাংলাদেশ নতুন ধারা জনতা পার্টির আহ্বায়ক মুহাম্মাদ আব্দুল আহাদ নুর এবং বাংলাদেশ শ্রমজীবী পার্টির লায়ন মুহাম্মাদ আব্দুল কাদের জিলানীও উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম এবং দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।
দুই দলের এই বৈঠককে দেশের ভবিষ্যৎ রাজনীতিতে সংস্কারপন্থী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ার একটি প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
What's Your Reaction?






