রাজপথ কাঁপালো আইনজীবীদের ‘মার্চ ফর জাস্টিস’

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ
Jul 31, 2025 - 20:37
 0  1
রাজপথ কাঁপালো আইনজীবীদের ‘মার্চ ফর জাস্টিস’

"ফ্যাসিস্টদের বিচার চাই", "গণহত্যাকারীদের ফাঁসি চাই" — এমন সব স্লোগানে বৃহস্পতিবার রাজবাড়ীর রাজপথ প্রকম্পিত করে তুলেছিল জাতীয়তাবাদী আইনজীবীদের পদযাত্রা। বিচারব্যবস্থা ধ্বংস এবং জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ জড়িতদের বিচারের দাবিতে এই ‘মার্চ ফর জাস্টিস’ বা ‘ন্যায়বিচারের জন্য পদযাত্রা’ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজবাড়ী জেলা শাখা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রাজবাড়ী জজ কোর্ট চত্বর থেকে আইনজীবীদের এই প্রতিবাদী পদযাত্রা শুরু হয়। কালো পোশাক পরিহিত আইনজীবীদের মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত কিন্তু জ্বালাময়ী সমাবেশে বক্তব্য দেন নেতারা।

বক্তারা তাঁদের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনা মিথ্যা রায় দিয়ে এবং বিচার বিভাগকে ব্যবহার করে এ দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। জুলাই অভ্যুত্থানে শত শত মানুষকে হত্যা করা হয়েছে।"

তাঁরা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ যারা শেখ হাসিনাকে 'ফ্যাসিস্ট' হিসেবে তৈরি করতে সহায়তা করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। বক্তারা দেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার অভিযোগ তুলে জড়িত সবার ফাঁসি দাবি করেন।

সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জিপি অ্যাডভোকেট এন. এন. শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক (২) এবং রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট কাজী আবদুল বারী।

এ সময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য সদস্য এবং সাধারণ আইনজীবীরাও উপস্থিত ছিলেন, যাঁদের সম্মিলিত প্রতিবাদে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow