রাজবাড়ীতে বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতিকে হত্যার হুমকি

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Nov 4, 2025 - 18:07
 0  3
রাজবাড়ীতে বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতিকে হত্যার হুমকি

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলমকে হত্যার হুমকি ও তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বানিবহ বাজারে এ মানববন্ধনের আয়োজন করে বাজার ব্যবসায়ী পরিষদ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন। এ সময় বক্তব্য দেন পরিষদের সভাপতি মোরশেদ আলম, ব্যবসায়ী ফজলুর রহমান, কাজী আজিজুল ইসলাম, আব্দুল গফুর, আবুল হোসেন, যুবদল সভাপতি দেলোয়ার হোসেন ও ছাত্রদল নেতা আরিফ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বানিবহ ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম আজাদ একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষক। তিনি বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে নিহত সাগর হত্যা মামলার আসামি ছিলেন। সাধারণ চাকরি করেও গত এক যুগে তিনি শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। অবৈধ অর্থ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় ভূমিদখলসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, একসময় আজাদের ভাঙা টিনের ঘর ছিল, এখন তিনি একাধিক মার্কেট ও অগণিত সম্পদের মালিক। সম্প্রতি তিনি ফেসবুকে বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলমকে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় মোরশেদ আলম রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অতীতে আবুল কালাম আজাদের ভাইকে স্থানীয় চেয়ারম্যান আব্দুল লতিফ চড় মারায় ওই চেয়ারম্যানকে হত্যা করা হয়। এখন আবার বাজার সভাপতিকে হত্যার হুমকি দিয়ে তিনি একই ধরনের পরিস্থিতি তৈরির ইঙ্গিত দিচ্ছেন।

বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow