মাজারে ঢিল ছুঁড়ায় মানসিক ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Jul 31, 2025 - 23:15
 0  3
মাজারে ঢিল ছুঁড়ায় মানসিক ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

নোয়াখালীর চাটখিল উপজেলার এক মাজারে ঢিল ছুঁড়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন সাইফুল ইসলাম শিপন (২৩) নামে এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমানে আহত শিপন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তার স্বজনেরা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ভুক্তভোগীর ভাই মো. রিপন হোসেন বাদী হয়ে চাটখিল থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছোট জীবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

শিপন একই গ্রামের রমজান আলী বেপারী বাড়ির জহিরুল ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শিপন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। ঘটনার রাতে তিনি ভুল করে শাহ জীবন নগর দরবার শরীফে একটি পাথর নিক্ষেপ করলে স্থানীয় বাসিন্দা মো. শাওন (২৭), পারভেজ (২০), নুর হোসেন (৩৫)সহ ২০-২৫ জন যুবক তাকে ধরে এনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা অনেক অনুরোধ ও কাকুতি মিনতি করে তাকে ছাড়িয়ে নেন।

অভিযুক্ত নুর হোসেন দাবি করেন, তিনি পেশায় ট্রাক ড্রাইভার এবং এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। শত্রুতাবশত তার নাম অভিযোগে জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, “গতকাল রাতে খবর পেয়েছি মাজারে ঢিল ছুঁড়ে জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত তরুণের মানসিক সমস্যা থাকতে পারে। তবে এখনো আমি লিখিত অভিযোগ হাতে পাইনি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow