আত্রাইয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Nov 25, 2025 - 17:09
 0  5
আত্রাইয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে মাছবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইজিদ হোসেন (২৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আত্রাই-বান্দাইখারা সড়কের চৌড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইজিদ নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। দুই মাসের ছুটিতে তিনি সম্প্রতি গ্রামের বাড়িতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকড়া বাজার এলাকা থেকে ঢাকার উদ্দেশে মাছবাহী একটি ট্রাক যাচ্ছিল। একই সময়ে বাইজিদ হোসেন তার শ্বশুরবাড়ি, আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামে সৌদি প্রবাসী ওহিদুর রহমানের বাড়িতে যাওয়ার পথে চৌড়বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনার পর ট্রাকের চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, নিহত সেনা সদস্যের বাবা মোতালেব হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow