রাণীনগরে বিস্ফোরক, ছিনতাই, মাদক ও নারী নির্যাতন মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন গ্রেফতার
নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক, ছিনতাই, মাদক ও নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েছেন। মঙ্গলবার (৩ জুন) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৪ জুন) দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের আবাদপুকুর বাজার এলাকার প্রদীপ কুমার ঘোষের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি পবিত্র কুমার (২৭)–কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
এছাড়া ছিনতাই মামলার সন্দেহভাজন আসামি পূর্ব বালুভরা গ্রামের রেজাউল কাজীর ছেলে শফিকুল ইসলাম সজিব (৩৫), মাদক মামলায় পলাতক আসামি পশ্চিম বালুভরা গ্রামের আজগর আলীর ছেলে রেজাউল ইসলাম রেজা (৪৫), এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় পারইল গুচ্ছগ্রামের বুড়িপুকুর এলাকার নুরুল ইসলামের ছেলে আল আমিন (২৩) ও আব্দুল বারিক (২৮)–কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি রায়হান।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ