কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫’। কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ জন প্রতিনিধি অংশ নেবেন।
এ বছর মোট ছয়টি কমিটিতে প্রতিনিধিরা কূটনৈতিক আলোচনা, বৈশ্বিক সংকট মোকাবিলা, নীতিনির্ধারণ ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে অংশগ্রহণ করবেন। আয়োজকদের মতে, তরুণদের নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা এবং যুক্তিনির্ভর চিন্তাধারার বিকাশই এ আয়োজনের প্রধান লক্ষ্য।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে। এতে অংশ নেবেন আমন্ত্রিত অতিথিরা, সংগঠনের নির্বাহী সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এবং প্রতিটি কমিটির চেয়ার, ভাইস চেয়ার ও ডিরেক্টররা। জানা যায়‚ সম্মেলনের বাকি কার্যক্রম কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের জাতিসংঘের কাঠামো, আন্তর্জাতিক রাজনীতি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতির বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ অ্যাসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, ‘কুবি ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫ তরুণদের কূটনৈতিক দক্ষতা, বৈশ্বিক চিন্তাধারা ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সারাদেশের মেধাবী প্রতিনিধিদের অংশগ্রহণে আমরা একটি সফল ও সমৃদ্ধ সম্মেলনের প্রত্যাশা করছি। এই সম্মেলন শুধুই বিতর্ক নয়; এটি তরুণদের ভাবনা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিস্তারেরও সুযোগ। আমরা বিশ্বাস করি, এই আয়োজন ভবিষ্যতের কূটনীতিক ও পরিবর্তনস্রষ্টা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
What's Your Reaction?
আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ