যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 2, 2025 - 22:40
 0  2
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

যুক্তরাষ্ট্রের ২৪৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর টঙ্গি হাইওয়ে সংলগ্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনীতিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এতে অংশ নেন দলের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক শুভেচ্ছাবার্তা মার্কিন রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।

জামায়াত প্রতিনিধি দলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সৌহার্দ্য, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow