জাতীয় ভলিবল চ্যাম্পিয়ন নৌবাহিনী দলকে অভিনন্দন জানালেন নৌবাহিনী প্রধান

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 1, 2025 - 21:30
 0  2
জাতীয় ভলিবল চ্যাম্পিয়ন নৌবাহিনী দলকে অভিনন্দন জানালেন নৌবাহিনী প্রধান

৩০তম পুরুষ জাতীয় ভলিবল প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনীর ভলিবল দল। এ বিজয় উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুলাই) নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে নৌপ্রধান খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও দেশের গৌরব বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, "এ সাফল্য শুধু নৌবাহিনীর নয়, পুরো দেশের সম্মান। আন্তর্জাতিক অঙ্গনেও যেন নৌবাহিনী এবং বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হয়, সে লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে।"

উল্লেখ্য, সদ্য সমাপ্ত জাতীয় প্রতিযোগিতার ফাইনালে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দলকে ৩-১ সেটে পরাজিত করে দীর্ঘ ১৮ বছর পর চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী দল।

এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভলিবল দলের কোচ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow