কলেজ ছাত্রীর গোসলের নগ্ন ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি, ময়মনসিংহঃ
Aug 2, 2025 - 21:52
 0  1
কলেজ ছাত্রীর গোসলের নগ্ন ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক কলেজ ছাত্রীর গোসলের গোপন ভিডিও ধারণ এবং যৌন হয়রানির অভিযোগে আশিকুল ইসলাম শুভ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আশিকুল ইসলাম শুভ উপজেলার আব্দুল রাজ্জাক ওরফে মজির ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শুভ ওই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। পরিবারের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করার পরও সে বিরত হয়নি; বরং আরও বেপরোয়া হয়ে ওঠে।

গত ২১ জুলাই সকাল ৯টার দিকে ভুক্তভোগী নিজ বাড়ির গোসলখানায় গোসল করার সময় অভিযুক্ত শুভ গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ছাত্রী চিৎকার করলে শুভ জোরপূর্বক গোসলখানায় ঢুকে তার মুখ চেপে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছাত্রীর চিৎকারে তার বড় বোন, মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে শুভ পালিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow