রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Aug 2, 2025 - 21:56
 0  1
রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা

রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়া হোসেন। শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি নদীবন্দর এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, “সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামো উন্নয়ন বিষয়ে উচ্চ পর্যায়ে আলাপ করতে হবে। আমি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। নৌবন্দরের কার্যক্রম শুরু করতে এনবিআরের অনুমোদনসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত রয়েছে। সব পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

এর আগে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল সরেজমিন পরিদর্শন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow