রাজশাহীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Aug 20, 2025 - 08:36
 0  2
রাজশাহীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

রাজশাহীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও র‍্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে।

অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিপণনের দায়ে বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়। এর মধ্যে বি.এন স্টোরের মালিক মো. আকবর আলীকে ২০ হাজার টাকা, রক্তিম ওয়ান টাইমের মালিক মো. সারজিল আরিফকে ২০ হাজার টাকা, শহিদ স্টোরের মালিক মো. শহিদকে ১০ হাজার টাকা, কোর্ট মার্কেটের মালিক মো. বেলালকে ২০ হাজার টাকা এবং শুভ প্যাকেজিংয়ের মালিক মো. নুরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সর্বমোট ৪ হাজার ৩৯০ কেজি পলিথিন ব্যাগ এবং ১ হাজার ৫৫০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হয়।

র‍্যাব-৫ জানায়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে তারা সবসময় তৎপর থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow