সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 2, 2025 - 21:58
 0  6
সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানান আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে কুচিয়ামোড়া তরুণ সংঘের আয়োজনে এবং কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো. নাসিম খানের সভাপতিত্বে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আহত ও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী। উদ্বোধনী খেলায় আরামবাগ ফুটবল একাডেমি ৪-১ গোলে মুন্সীগঞ্জ কিংস ইলেভেনকে পরাজিত করে জয়লাভ করে। রেফারির দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সরদার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সহকারী প্রধান শিক্ষক কফিল উদ্দিন এবং নতুনধারা এসেটস লিমিটেডের নির্বাহী পরিচালক (রেভিনিউ) শাহীন মিঞা সিকদার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow