গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফুলবাড়িয়া প্রেসক্লাবের মানববন্ধন

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি, ময়মনসিংহঃ
Aug 8, 2025 - 19:09
 0  6
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফুলবাড়িয়া প্রেসক্লাবের মানববন্ধন

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে ফুলবাড়িয়া প্রেসক্লাব মানববন্ধন করেছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রেসক্লাবের সাংবাদিকরা এই কর্মসূচি পালন করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের পঞ্চম ছেলে। পেশাগত কারণে বহু বছর ধরে পরিবারসহ গাজীপুরে বসবাস করছিলেন।

মানববন্ধনে ফুলবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম (ইত্তেফাক) বলেন, “একজন সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ভয়াবহ ও দুঃখজনক। এর বিচার না হলে দেশে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব হবে না।”
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম (কালের কণ্ঠ) বলেন, “হত্যার পর এতদিনেও অপরাধীদের গ্রেফতার করা হয়নি, এটি অত্যন্ত হতাশাজনক। অতীতের সাংবাদিক হত্যারও দ্রুত বিচার হওয়া জরুরি।”

দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম বলেন, “আমি তুহিনের সহকর্মী ছিলাম। হত্যার দিনও ফেসবুকে তার সাথে যোগাযোগ হয়েছিল। গাজীপুর চৌরাস্তার বিভিন্ন অনিয়ম নিয়ে সে সম্প্রতি লেখালেখি করছিলেন—সম্ভবত সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে।”

কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম মানিক (দৈনিক জবাবদিহি) রাষ্ট্রের প্রতি আহ্বান জানান দ্রুত আসামিদের বিচারের আওতায় আনার জন্য।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নূরুল ইসলাম খান, কবীর উদ্দিন সরকার হারুন, এনায়েতুর রহমান, এসএম গোলাম ফারুক আকন্দ, নজরুল ইসলাম খান, আল এমরান, সাইফুল ইসলাম তরফদার, শহীদুল ইসলাম প্রমুখ।

এদিকে, প্রয়াত এই সাংবাদিকের মৃত্যুতে ফুলবাড়িয়া উপজেলাজুড়ে গভীর শোক নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, ৫ ভাই ও ২ বোনের মধ্যে তুহিন সবার ছোট। ২০০৫ সাল থেকে তিনি পরিবার নিয়ে চান্দনা এলাকায় বসবাস শুরু করেন। সেখানে ক্লিনিক ব্যবসার পাশাপাশি গত কয়েক বছর ধরে সাংবাদিকতায় যুক্ত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow