ভাঙ্গায় ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা গ্রেফতার

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 8, 2025 - 19:14
 0  2
ভাঙ্গায় ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা গ্রেফতার

উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা (৭০)কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চান্দ্রা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১০ নভেম্বর ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ভাঙ্গা পৌর ও উপজেলা বিএনপির এক বৈঠক চলাকালে ককটেল বিস্ফোরণের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়। মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত করা হয়। দীর্ঘ তদন্তের পর শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে আব্দুল খালেক মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow