আলফাডাঙ্গায় ডা. জলিল ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
May 16, 2025 - 18:51
 0  19
আলফাডাঙ্গায় ডা. জলিল ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডা. জলিল ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা পানাইল এলাকায় এই হাসপাতালের উদ্বোধন করা হয়। একই সঙ্গে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ সময় প্রায় পাঁচশতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন মরহুম ডা. জলিলের সহধর্মিণী মোছা. সালেহা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট কুবাদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টগরবন্দ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন। টিটা পানাইল এলাকার ডা. জলিল ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হাকীম মো. বাকাওয়ালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মিরপুর সরকারি ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আতাউর রহমান, সহকারী অধ্যাপক ডা. শরিফ এইচ খান, ডা. আহমেদুল কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির প্রমুখ।

বক্তারা বলেন, "ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা প্রাচীন ও ঐতিহ্যবাহী পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিগুলো প্রায় পাঁচ হাজার বছর ধরে রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।"

তারা আরও বলেন, "ইউনানী চিকিৎসা মূলত গ্রিক ও পারসিক-আরবি চিকিৎসা বিদ্যার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি হিপোক্রেটিস, গ্যালেন এবং পরবর্তীতে আল রাযী ও ইবনে সিনার তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। অন্যদিকে আয়ুর্বেদিক চিকিৎসা প্রাচীন ভারতের শাস্ত্রভিত্তিক চিকিৎসা পদ্ধতি, যা ভেষজ উদ্ভিদ, যোগব্যায়াম ও খাদ্যাভ্যাসের সমন্বয় সাধনের মাধ্যমে রোগ নিরাময়ে ভূমিকা রাখে।"

অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow