রাবি'র মেধাবী শিক্ষার্থী কামাল হোসেন মীর পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দাওসা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও বর্তমান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন মীর।
রবিবার (৪ মে) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয়ের পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তিনি ফুলবাড়ীয়ার দাওসা গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিন মীরের পুত্র এবং বর্তমানে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভাপতি মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় কামাল হোসেন মীর বলেন, "দাওসা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন সম্মানের, তেমনি বড় একটি দায়িত্বও। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। এজন্য আমি শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।"
উল্লেখ্য, কামাল হোসেন মীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন পার করে একজন সৎ ও কর্মঠ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
What's Your Reaction?






