ফুলবাড়ীয়ায় মৎস্যজীবী দলের কমিটি গঠন: আহ্বায়ক আবু ইউসুফ, সচিব সবুজ

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। শুক্রবার, ২ মে, ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শহীদ আনোয়ারুল ইসলাম উজ্জ্বল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল সরকারের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটিতে আবু ইউসুফ ফকিরকে আহ্বায়ক এবং ইমরান হোসেন সবুজকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অনুমোদনের পর শুক্রবার রাতে ফুলবাড়িয়া বাজারে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম মল্লিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মীর আজাদ বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ফুলবাড়িয়ায় মৎস্যজীবী দল আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে ইনশাআল্লাহ আরও শক্তিশালী করা হবে।
What's Your Reaction?






