ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। শুক্রবার (১ আগস্ট) সকালে বরিশাল থেকে ছেড়ে আসা বাসটি রাজাপুরের বাঘরী বাজারের পাশে এ দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাস্তায় খানাখন্দ ও টানা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এ ঘটনায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
What's Your Reaction?






