ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 13, 2025 - 15:16
 0  2
ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম এবং গ্রাম আদালত ফরিদপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার (প্রকল্প) শরিফুল ইসলাম।

এ সময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউটস সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের কারণে প্রতিবছর জানমালের বিপুল ক্ষয়ক্ষতি ঘটে। দুর্যোগের পূর্বপ্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করার মাধ্যমে এই ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

বক্তারা আরও জানান, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি করে কমিটি গঠন করা হয়েছে। দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow