রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক করণীয় বিষয়ে একটি মহড়া প্রদর্শন করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা দুর্যোগের সময় জনসচেতনতা, পূর্বপ্রস্তুতি এবং প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন—প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
What's Your Reaction?






