পদ্মায় বাল্কহেড থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 24, 2025 - 21:14
 0  6
পদ্মায় বাল্কহেড থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
ছবি: দৈনিক খোলাচোখ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলার চর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেড থেকে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম আরিফ হোসেন (৪৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা মৃত মজিবার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বাল্কহেডে কাজ করার সময় অসাবধানতাবশত আরিফ হোসেন পদ্মা নদীতে পড়ে যান। সঙ্গে থাকা সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে বিষয়টি জানানো হলে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার তৎপরতা জোরদার করতে ফরিদপুর থেকে ডুবুরি দলও ঘটনাস্থলে যোগ দেয়।

চরভদ্রাসন ফায়ার স্টেশন মাস্টার মুর্তজা ফকির জানান, প্রচণ্ড ঠান্ডা ও নদীর পানির গভীরতা প্রায় ৩৮ ফুট হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ ব্যক্তি ঠিক কোন স্থানে নদীতে পড়েছেন, সে বিষয়ে সহকর্মীরাও সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। এরপরও সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে ব্যাপক উদ্ধার তৎপরতা চালায়।

নিখোঁজ আরিফ হোসেনের পরিবারে স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসন্তান রয়েছে। তারা প্রিয়জনের সন্ধানে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন কালবেলাকে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানা গেছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট বাহিনীর মাধ্যমে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং প্রশাসন বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow