ফরিদপুরে সন্ত্রাসী হামলার শিকার এনসিপি নেতা এস এম জাহিদ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 8, 2025 - 15:37
 0  2
ফরিদপুরে সন্ত্রাসী হামলার শিকার এনসিপি নেতা এস এম জাহিদ

ফরিদপুরের আলিপুর এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত গভীর রাতে তাঁর নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও এস এম জাহিদের ভাষ্য অনুযায়ী, রাত গভীর হলে একদল মুখোশধারী দুর্বৃত্ত বাসার চার-পাঁচটি গেটের তালা ভেঙে দ্বিতীয় তলায় উঠে পড়ে। তারা ধারণা করেছিল জাহিদ ও তাঁর ছেলে একটি নির্দিষ্ট রুমে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে সেই রুমসহ অন্যান্য রুমে ভাঙচুর চালায়।

একটি রুমের বাহিরের লক খুলে তল্লাশি চালানো হয়। জাহিদের নিজের রুমের দরজা ভেতর থেকে তালাবদ্ধ থাকায় দুর্বৃত্তরা তা ভাঙতে পারেনি। ছেলের রুমেও একই অবস্থা। ধারণা করা হচ্ছে, তারা পর্দার ফাঁক দিয়ে জাহিদ হোসেনকে দেখে ফেলেছিল। ভোরের আজানের সময় আশপাশের মসজিদের মুসল্লিদের চলাচল শুরু হলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘুম ভেঙে জাহিদ বাহিরে এসে দেখতে পান দরজার সামনে পড়ে আছে একটি নতুন কাঁচি কাটার, সমস্ত গ্রিলের তালা ভাঙা, দরজাগুলো খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো। ঘটনাস্থলে দুই জোড়া স্যান্ডেলও পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার পরপরই তিনি ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে ফোন করলে উপপরিদর্শক আলমগীরের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাসা পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাচেষ্টার অংশ হতে পারে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

দলীয় সূত্র জানায়, এস এম জাহিদ হোসেন রাজনীতিতে সক্রিয় এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছিলেন। এ হামলার পর থেকে এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow