মুষলধারে বৃষ্টিতে ডুবল নোয়াখালী, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Jul 8, 2025 - 16:03
 0  6
মুষলধারে বৃষ্টিতে ডুবল নোয়াখালী, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

টানা মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে নোয়াখালীর বিভিন্ন এলাকা। শহরের অলিগলি থেকে শুরু করে কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও বাসাবাড়ি পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মঙ্গলবার (৮ জুলাই) সকালে জানান, মৌসুমী বায়ুর সক্রিয়তায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এতে নদীবন্দরে ১ নম্বর এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মৌসুমী বৃষ্টির ফলে নোয়াখালীর মাইজদীর প্রেসক্লাব সড়ক, ডিসি সড়ক, ইসলামিয়া সড়ক, মহিলা কলেজ সড়ক, টাউন হল মোড়সহ শহরের বেশ কিছু এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সকাল থেকে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, অপরিকল্পিত শহরায়ন, পানি নিষ্কাশনের নালার দখল ও ভরাট, এবং পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টিতেই শহর জলমগ্ন হয়ে পড়ে—এটাই এখন নিত্যদিনের ঘটনা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার করালিয়া, মওদুদ স্কুল, কলেজ গেইট ও হাসপাতাল গেইট এলাকার রাস্তাঘাটও পানিতে তলিয়ে গেছে। এছাড়া বেগমগঞ্জ, কবিরহাট, সেনবাগ ও সুবর্ণচর উপজেলাতেও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “আমি কয়েকটি এলাকা পরিদর্শন করেছি। মূল সড়কগুলোতে বড় ধরনের জলাবদ্ধতা দেখা যায়নি। তবে কিছু পাশ্ববর্তী সড়কে পানি জমেছে।”

স্থানীয়দের দাবি, নোয়াখালী শহরকে বাসযোগ্য রাখতে অবিলম্বে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় সামান্য বৃষ্টিতেই জনজীবন স্থবির হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow