শ্রীনগরে খাহ্রা আদর্শ কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 3, 2025 - 17:30
 0  40
শ্রীনগরে খাহ্রা আদর্শ কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে খাহ্রা আদর্শ কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

সভায় সভাপতিত্ব করেন খাহ্রা আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফ হোসেন আসিফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উদয় আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম মোল্লা। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি শফিক মোড়ল, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর আলম, বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর দেওয়ান, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শিবলু, সাবেক আহ্বায়ক ইসমাইল আহম্মেদ টিপু, নারী ও শিশু অধিকার ফোরামের বাড়ৈখালী ইউনিয়ন সভাপতি রাজিব হোসেন, ছাত্রদল নেতা তাহফিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতাদের ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow