রাণীনগরে আ’লীগ নেতা মান্নান মুহুরী আটক

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Aug 19, 2025 - 20:06
 0  0
রাণীনগরে আ’লীগ নেতা মান্নান মুহুরী আটক

নওগাঁর রাণীনগরে আ’লীগ নেতা মান্নান মুহুরী (৫৫) কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে এবং রাণীনগর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের একজন দলিল লেখক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক, কাশিমপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মান্নান মুহুরী দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত ছিলেন। তিনি সাবেক এমপি ইসরাফিলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দখলবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

ওসি রায়হান আরও জানান, গত বছরের ৫ আগস্ট উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মূল হোতা ছিলেন মান্নান মুহুরী। তিনি রাজনৈতিক মামলার অন্যতম আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সোমবার (১৮ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে আটককৃত মান্নান মুহুরীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ওসি রায়হান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow