সুবিধা পুনর্বহালে শিক্ষক-কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট

নিজেদের দীর্ঘদিনের প্রাপ্য অধিকার ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকল ধরনের বৈষম্য দূর করার দাবিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেছেন শত শত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। আন্দোলনকারীরা জানান, তারা কোনো নতুন দাবি নিয়ে আসেননি; বরং বহু বছর ধরে ভোগ করে আসা সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও বাসস্থানের মতো প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো ফিরিয়ে দেওয়ার জন্যই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তাদের অভিযোগ, সম্প্রতি কিছু শিক্ষার্থীর বিরোধিতার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে তাদের এই ন্যায্য অধিকারগুলো স্থগিত করে দিয়েছে।
কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আমিনুল ইসলাম ক্ষোভের সঙ্গে এক অসামঞ্জস্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “যখন শিক্ষার্থীরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে চাকরির কোটা সংস্কার আন্দোলন করছিল, তখন তারা ক্যাম্পাসে দাঁড়ানোর সাহসটুকুও পাচ্ছিল না। সেই কঠিন সময়ে আমরা শিক্ষকেরাই তাদের শক্তি যুগিয়েছি, তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করেছি। অথচ আজ ৫ আগস্টের পর সেই শিক্ষার্থীরাই আমাদের সুবিধার বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। এটা চরম অমানবিক এবং অকৃতজ্ঞতার শামিল।”
শিক্ষক-কর্মকর্তারা একযোগে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি অবিলম্বে তাদের সকল যৌক্তিক সুবিধা পুনর্বহাল করা না হয়, তাহলে তারা আবাসিক হল ও বিভাগগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। এই অচলাবস্থার নিরসন না হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
What's Your Reaction?






