আশুগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে দণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির মতো গুরুতর অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার লালপুর বাজারে এক ঝটিকা অভিযানে এই দণ্ড আরোপ করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত ও বিক্রির দায়ে মা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে সুধা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অপরাধে আলম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী আরও বলেন, "জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।"
এই অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।
What's Your Reaction?






