চার স্তরের একাডেমিক পদসোপান চেয়ে পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 20, 2025 - 20:43
Aug 20, 2025 - 20:43
 0  0
চার স্তরের একাডেমিক পদসোপান চেয়ে পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন

চার স্তরের একাডেমিক পদসোপান ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় শহরের টাউনক্লাব মিলনায়তনে এ মানববন্ধনের আয়োজন করেন সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ইমাদুল হক, সিনিয়র শিক্ষক মনি মোহন হালদার, সিনিয়র শিক্ষক রিতা রানী বল এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিমুল মল্লিক।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার। এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন শুধু দাবি নয়, বরং এটি শিক্ষকদের ন্যায্য অধিকার। তারা বলেন, এ বৈষম্য নিরসনে সহকারী শিক্ষক পদকে গেজেটেড মর্যাদা প্রদানসহ চার স্তরের একাডেমিক পদসোপান দ্রুত কার্যকর করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow