সারাদেশে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী সারা দেশের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়।
ঢাকায় কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহাসমারোহে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিন বাহিনী প্রধানের একসঙ্গে উপস্থিতি ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী পালিত হয়। বোয়ালমারী কেন্দ্রীয় রক্ষা চন্ডি মন্দির থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বাবু শ্যামল কুমার সাহা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাবলু সিকদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু।
এছাড়া সম্মিলিত হিন্দু সমাজের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের ফরিদপুর জেলা কমিটি অংশ নেয়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
কাপ্তাইয়ে বিকেল সাড়ে ৪টায় কেপিএম কয়লার ডিপু হরিমন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশ নেন। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।
খাগড়াছড়ির মহালছড়িতে শ্রীশ্রী দক্ষিণা কালি মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল নাফিস ইমতিয়াজ। সভাপতিত্ব করেন প্রকৌশলী শ্যামল ত্রিপুরা।
সারাদেশে দিনব্যাপী গীতাপাঠ, পতাকা উত্তোলন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কীর্তন ও ভক্তিমূলক সংগীত পরিবেশনের মাধ্যমে জন্মাষ্টমী উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মানবকল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়।
What's Your Reaction?






